আন্তর্জাতিক

গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ

এবিএনএ:  ইসরায়েলের নৃশংসতা শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির (এএ) এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘ। গাজায় সাংবাদিকদের ক্রমবর্ধমান মৃত্যুর হারে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ২১১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নারী। ইউনেস্কোর মতে, নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিক রিপোর্টিংয়ের সময় হামলার শিকার হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি আটক কেন্দ্রে অন্তরীণ আছেন ৪৯ জন সাংবাদিক।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে—এমন ‘শক্তিশালী প্রমাণ’ রয়েছে। এটি সত্য প্রমাণিত হলে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

আটক সাংবাদিকরা জাতিসংঘকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় তাদের শারীরিক নির্যাতন, অপমানজনক আচরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, এসব আচরণ সাংবাদিকদের ভয় দেখানো ও পেশাগতভাবে কলঙ্কিত করার বৃহৎ কাঠামোর অংশ বলে মনে হচ্ছে।

একজন সাংবাদিক জাতিসংঘকে বলেন, “যেখানে প্রেস ভেস্ট একসময় নিরাপত্তার প্রতীক ছিল, এখন তা যেন একটি টার্গেটে পরিণত হয়েছে।”

Share this content:

Back to top button