রাজনীতিলিড নিউজ

‘পিআর পদ্ধতির পেছনে নির্বাচনী ষড়যন্ত্র লুকিয়ে আছে’ — অভিযোগ মির্জা আব্বাসের

বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের দাবি, সরকার নির্বাচন বিলম্বিত করতে এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই পিআর পদ্ধতির প্রস্তাব দিয়েছে

এবিএনএ:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারপ্রস্তাবিত পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতির পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ীতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এই সমাবেশটি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন,

“কেউ বলছে পিআর পদ্ধতি আনবে, কেউ বলছে আনবে না—অর্থাৎ শেষ পর্যন্ত বলা হবে এই দ্বিধার কারণে নির্বাচন হচ্ছে না। ফলে সময় বাড়ানো দরকার। এটা পরিকল্পিত বিলম্ব।”

তিনি আরও বলেন,

“বিচার দেরিতে দিলে তা আর বিচার থাকে না। তেমনি নির্বাচন দেরি করাও জনগণের অধিকার থেকে বঞ্চিত করার নামান্তর।”

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন,

“আমরা জানি, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও তার পেছনে আরও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে গভীর সন্দেহ পোষণ করি।”

ইভিএম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন,

“হাসিনা সরকার ইভিএম চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। পিআর পদ্ধতির ক্ষেত্রেও একই ফলাফল হবে।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এনসিপি-ধর্মী সরকার আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন,

“এই সরকারের অবস্থা এতটাই পচে গেছে যে, এখন মনে হচ্ছে এটি কোনো নির্বাচিত সরকার নয় বরং একটি এনসিপি ধরনের কাঠামো। সব সরকারি প্রটোকল তারা ব্যবহার করছে, অথচ বিরোধীরা কিছুই পাচ্ছে না।”

তিনি দাবি করেন,

“আমি এক সময় মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম, কিন্তু আজ আমাদের সার্কিট হাউস তো দূরের কথা, ন্যূনতম সুবিধাও দেওয়া হয় না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
বক্তব্য রাখেন:

  • হারুনুর রশীদ (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ঢাকা দক্ষিণ বিএনপি)

  • হাবিব উন নবী খান সোহেল (কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব)

  • নবীউল্লাহ নবী (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button