বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

এবিএনএ : কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- এনামুল হক (৪৫) ও বিল্লাল হোসেন (৩১)।আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিল্লাল ঝাউদিয়া ইউনিয়নের মধ্যে বাখাইল গ্রামের মজিবর রহমানের ছেলে ও এনামুল একই গ্রামের মৃত কলিউদ্দিনের ছেলে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেনসহ উভয় পক্ষের ১৩ জনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে বখতিয়ার বিশ্বাসের সমর্থকরা কেরামত আলীর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কেরামত আলী গ্রুপের সমর্থক বিল্লাল হোসেন ও বখতিয়ার বিশ্বাস গ্রুপের সমর্থক এনামুল হক নিহত হন। এছাড়া উভয় গ্রুপের কমপক্ষে ২৫ জন আহত হন।কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদি হাসান বলেন, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে।

Share this content:

Back to top button