লাইফ স্টাইললিড নিউজ

অতিথি আপ্যায়নে নবাবী সেমাই

এবিএনএ: অতিথি আপ্যায়নে একটু ভিন্ন স্বাদের খাবার কিন্তু মন্দ নয়। সকাল বা বিকালের নাস্তায় সেমাই হলে কিন্তু মন্দ নয়। তাই অতিথি আপ্যায়নে ও নাস্তায় খেতে পারেন নবাবী সেমাই। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন নবাবী সেমাই।

উপকরণ

২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, চিনি প্রয়োজন মতো, কর্নফ্লাওয়ার তিন চামচ, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, ক্রিম ৫০ গ্রাম।

কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাইভাজুন। এবার চিনি গুড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভাজুন। অন্য কড়াইতে ঘন করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি দিন। ৫ মিনিট নাড়ার পর ক্রিম দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার উপরে ক্রিম দিন। তার উপর সেমাই দিন। উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Share this content:

Back to top button