এ বি এন এ : যতদিন যাচ্ছে ততই বিচিত্র কাণ্ড-কারখানা শুরু করেছেন পপস্টার রিহানা। আচার-আচরণে তো বটেই, পোশাক-পরিধানেও বাদ যাচ্ছে না তার উদ্ভট ব্যাপার-সাপার। এই যেমন রবিবার ২৮ বছরের লাস্যময়ী বার্বেডিয়ান গায়িকা এই পোশাকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ককে।
তাক মানে সত্যি চমকে দেওয়ার মতো ছিল তার পোশাক। ইতোমধ্যেই সবার হার্টথ্রব রিহানা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তার প্রেমিকের নাম। ভক্তরা কিন্তু এই প্রেম নিয়ে বেশ উচ্ছ্বসিত। জনপ্রিয় গায়ক ড্রেকের সঙ্গে তার প্রেম নিয়ে ৭ বছরের সম্পর্কের গুজবকে একপ্রকার সম্মতি জানিয়েছেন গায়িকা। যখন সোশ্যাল নেটওয়ার্ক-এ ভাইরাল এই খবর, তখনই রিহানাকে দেখা গেল লাল রঙের অতিকায় হৃদয় আকৃতির কেপ জড়িয়ে নিউইয়র্কের রাস্তায়। আর তাতেই উঠল বহু প্রশ্ন। মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গিয়েছে রিহানার? এমনই উক্তি তার নিন্দুকদের।
রবিবার সন্ধেবেলা এই সুন্দরী গায়িকাকে দেখা যায় ‘সেইন্ট লোরেন্ট ফার কেপ’-এর সঙ্গে ছোট্ট ‘ডেনিম শর্টস’ ও কালো হিলে। এই মরশুমেও রিহানার মনে যে বসন্তের বাতাস বইছে তা একপ্রকার নিশ্চিত তার ভক্তরা।