আনার হত্যা মামলা নিয়ে রাজনৈতিক চাপ নেই: ডিবি হারুন

এবিএনএ: সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যা মামলা নিয়ে রাজনৈতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।
বুধবার (২৬ জুন) দুপুরে আটক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর পুকুরে ফেলে দেওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধারকাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
হারুন অর রশিদ বলেন, যদি চাপ থাকতো তাহলে অল্প কিছুদিনের মধ্যে দ্রুত এতো বড় অর্জন করা সম্ভব হতো না। এতো দ্রুত সময়ে ঢাকার মাটিতে আমরা ৩ জনকে গ্রেফতার করতে পারতাম না। ইতিমধ্যে আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, যারা এমপি আনার হত্যায় জড়িত তারা মোটাদাগে সবাই বাংলাদেশি। এই হত্যায় আমানুল্লাহসহ আরও ৭ জন সহযোগী ছিল। তারা ৭ জনই কিলিং মিশন সংগঠিত করেছে। কিলিং মিশনের প্রধান ছিলেন শিমুল ভূইয়া।
Share this content: