খেলাধুলালিড নিউজ

আর্সেনালের শুরু শিরোপা উৎসবে

এবিএনএ : চেলসিতে আলভারো মোরাতার অভিষেক হল পেনাল্টি মিস করার মধ্যদিয়ে। আর একপেশে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে আর্সেনাল শুরু করল নতুন মৌসুম। গতবারের এফএ কাপজয়ী গানাররা এবার জিতল এফএ কমিউনিটি শিল্ড। এটি পনেরোতম শিরোপা আর্সেনালের। আগের মৌসুমের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন এবং এফএ কাপের শিরোপাজয়ী প্রতিদ্বন্দ্বিতা করে এ ম্যাচে।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে পারেননি গ্রানিত জাকা। হেডে বল ডি-বক্সে ফেরত পাঠান গ্যারি কাহিল। দ্রুত ছুটে এসে বল ধরে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিক্টর মোজেস। চেলসির হয়ে ২৭ ম্যাচে নাইজেরিয়ার এ উইঙ্গারের এটা প্রথম গোল। এর আগে গত নভেম্বরে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শেষ গোলটি করেছিলেন তিনি। ৮০ মিনিটে মিসরের মোহামেদ এলেনিকে বাজেভাবে ফাউল করায় পেড্রোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই ফাউল থেকে পাওয়া ফ্রিকিকেই সমতাসূচক গোল পেয়ে যায় আর্সেনাল।
সুইস মিডফিল্ডার জাকার ফ্রিকিকে বল ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি হেডে জালে জড়ান বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ। টাইব্রেকারে চেলসির একমাত্র গোলটি করেন গ্যারি কাহিল। নিজেদের দুই নম্বর শট নিজেই নিতে গিয়ে মিস করেন গোলরক্ষক থিবৌত কুরতোয়া। লক্ষ্যভ্রষ্ট শট নেন গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে আসা ফরোয়ার্ড আলভারো মোরাতাও। আর্সেনালের হয়ে গোল করেন থিও ওয়ালকট, নাচো মনরিল, অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন ও অলিভার গিরদ।

Share this content:

Back to top button