আদালতে নিজেকে ‘করোনা রোগী’ দাবি করলেন সাহেদ

এবিএনএ : করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ আদালতে নিজেকে ‘করোনা রোগী’ বলে দাবি করেছেন। বৃহস্পতিবার আদালত সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আদালতে মো. সাহেদ বলেছেন, তিনি নিজেই করোনা রোগী।’ আইনজীবী আব্দুল্লাহ বলেন, ‘সাহেদ বলেছেন, তিনি সরকারের সঙ্গে চুক্তি করেই কাজ করেছেন । তখন আমরা বলেছি তিনি প্রতারণা করেছেন, ভুয়া রিপোর্ট দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।’ পরে আদালত আবেদন মঞ্জুর করে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান তিনি। এদিকে সাহেদের আইনজীবী নাজমুল হোসেন জানিয়েছেন, সাহেদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
রিজেন্ট হাসপাতালে অভিযানের পর এক সপ্তাহ পালিয়ে থাকা সাহেদকে বুধবার ভোরে দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় সাহেদ বোরকা পরিহিত অবস্থায় ছিলেন। কোমরে ছিল গুলিভর্তি অস্ত্র। তবে অভিযানের সময় র্যাবের সঙ্গে তার কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।
গ্রেপ্তারের পর ভোরেই তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। এরপর সাহেদকে নিয়ে উত্তরায় তার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে জাল মুদ্রা উদ্ধার করে র্যাব। প্রতারক সাহেদকে বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
Share this content: