
এবিএনএ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আগুন নিয়ে খেলবেন না, একদিন এ আগুনে পুড়ে মরবেন।’
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকায় পুলিশ লাইনস মাঠে জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘জঙ্গি দমনে দেশের বাইরে থেকে আমাদেরকে ধন্যবাদ জানায়, কিন্ত দেশের ভেতরে যারা রাজনীতি করেন তাদের মধ্যে এক শ্রেণি প্রশ্ন তোলেন।’ তিনি বলেন, দেশের একটি শ্রেণি আগেও পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে, এখনো তারা ধর্মকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে কাজ করছে। তারাই এখন বলেন- ‘সরকার জঙ্গিদের মেরে বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়’।
পুলিশ প্রধান প্রশ্ন তোলেন, আমরা কি জঙ্গিদের ইচ্ছে করে মারতে চাই? আত্মসমর্পণের জন্য তাদের পর্যাপ্ত সময় দেয়া হয়। এরপরও তারা আত্মসমর্পণ না করে উল্টো আইনশৃংখলা বাহিনীর উপর গুলি চালায়। তিনি বলেন, এক শ্রেণির রাজনীতিবিদ এর আগে বলেছেন, ‘যদি তাদের ভোট না দেন তবে মসজিদে আযান শুনতে পারবেন না, উলুধ্বনি শুনবেন’। তারা আবার সাইদীর ফাঁসির আদেশের পর বললেন- চাঁদে নাকি সাইদীর ছবি দেখা গেছে। তাদের কথা কি সত্যি হয়েছে?
পৃথিবীর কোথায় পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়, এমন প্রশ্ন রেখে আইজিপি বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে কত মানুষ হত্যা হয়েছে। আমাদের ১৬ জন পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তখন আমরা দ্বিগুণ মনোবল নিয়ে তাদের প্রতিহত করেছি এবং আগামীতেও করবো।
তিনি বলেন, নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আছে ২ হাজার আর কমিউনিটি পুলিশিং সদস্য আছে ২৫ হাজার। এ দিয়ে আমরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যম করেছি। আমরা জনগনের সাহায্য চাই, আপনাদের উপদেশ চাই।
জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে একেএম শহীদুল হক বলেন, আমরা জিরো টলারেন্স নিয়ে মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
এসময় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের এমপি হুসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this content: