নিউইয়র্ক-নিউজার্সিতে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি — ঘরেই থাকতে অনুরোধ
টানা বৃষ্টিতে প্লাবিত নিউইয়র্ক ও নিউজার্সির নিম্নাঞ্চল, সাবওয়ে বন্ধ, জনজীবন বিপর্যস্ত, ঘোষণা এলো জরুরি অবস্থার


এবিএনএ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার স্থানীয় সময় বৃষ্টির তীব্রতায় ডুবে যায় শহরের বহু নিম্নাঞ্চল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন। একইসঙ্গে নাগরিকদের ঘরে অবস্থান করার আহ্বান জানান।
বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বহু রাস্তা ও সাবওয়ে স্টেশন। ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনের ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্ম পানিতে ঢেকে গেছে এবং ট্রেনের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। যাত্রীরা আসনে উঠে দাঁড়িয়ে থেকেছেন শুধু পানিতে না ভিজতে।
এদিকে, শুধু নিউইয়র্ক ও নিউজার্সিই নয়, আশপাশের পেনসিলভেনিয়া ও অন্যান্য রাজ্যেও জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বিশেষ করে দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পড়ে গেছে ৭ ইঞ্চির বেশি বৃষ্টি, যা বহু বাড়ি ও গাড়িতে পানি ঢোকায় বিপর্যয় সৃষ্টি করে। কোথাও কোথাও ঘরের ভেতর পর্যন্ত ৫ ফুটের মতো পানি উঠেছে।
নিউইয়র্ক সিটির সাবওয়ের অনেক লাইন বন্ধ হয়ে যায়, যেগুলো চালু ছিল সেগুলোর ট্রেন চলেছে দীর্ঘ বিলম্বে। ওয়েস্টচেস্টার কাউন্টিতে অনেক গাড়ি পানি আটকে পড়ায় উদ্ধার অভিযান চালাতে হয় জরুরি বিভাগের কর্মীদের।
নিউজার্সির বিভিন্ন বাস ও ট্রেনও নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। শহরের যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।
বিকেল নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলে পানি নামতে শুরু করে। তবে অনেক জায়গায় এখনো পানি জমে রয়েছে, জনদুর্ভোগ এখনো শেষ হয়নি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতি ব্যাপক বলে ধারণা করা হচ্ছে।