
এবিএনএ: রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এই বাজারে ৫০টির মতো দোকান রয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সাড়ে ৬টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।
Share this content: