জাতীয়বাংলাদেশলিড নিউজ

শোক পালন করছে দেশ

এবিএনএ : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এজন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে ওইদিন সুবিধামত সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আহতদের চিকিৎসায় সহায়তার জন্য একটি মেডিকেল টিম (বার্ন ও অর্থপেডিক সমন্বয়ে) শিগগিরই নেপালে পাঠানো এবং নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহের উদ্দেশ্যে একটি টিম পাঠানোরও সিদ্ধান্ত হয় সভায়। প্রধানমন্ত্রী দেশবাসীকে এই মর্মান্তিক ঘটনার পর সার্বিক পরিস্থিতি ধৈর্য এবং সাহসের সঙ্গে মোকাবিলার আহ্বান জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্যলাভ কামনা এবং নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত সোমবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫১ জন নিহত হন। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই মঙ্গলবার দেশে ফেরেন।

Share this content:

Related Articles

Back to top button