জাতীয়বাংলাদেশলিড নিউজ

৩০ জানুয়ারি ঢাকা সিটিতে সাধারণ ছুটি

এবিএনএ : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ উপলক্ষে দুই সিটিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে কমিশন থেকে জারি করা পরিপত্রে এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে এবার ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Share this content:

Back to top button