
এবিএনএ : রুহি সিংহ। জন্ম রাজস্থানে, ১৯৯১ সালে। কেরিয়ারের শুরু গায়িকা হিসেবে। ২০১১ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ তিনি। পরে দেশের সেরা ২৫ মডেলের মধ্যে জায়গা করে নেন রুহি।
মডেলিংয়ের সঙ্গে সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিতেও পা রেখেছেন রুহি। ২০১৫ সালে মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্লস’-এ নজর কাড়েন এই আবেদনময়ী। এছাড়া ‘ইশক ফর এভার’ ও তামিল ছবি ‘বঙ্গু’তেও অভিনয় করেছেন রুহি। সম্প্রতি সুইমিং সুটে তোলা তার কয়েকটি ‘হট’ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
বেশির ভাগ ছবিই হংকংয়ের একটি বিলাসবহুল হোটেলের রুফটপ সুইমিংপুলে তোলা। ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেছেন এ অভিনেত্রী। ছবিগুলোর জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছেন রুহি। প্রশংসা করা অনেকের মতে, বিকিনি পরার জন্য রুহির ফিগার পারফেক্ট।
Share this content: