আন্তর্জাতিকলিড নিউজ

স্ত্রী নয়, হানিপ্রীতকে দেখতে চান রাম রহিম

এবিএনএ : দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম স্ত্রীর সঙ্গে নয় বরং সাক্ষাৎ করতে চেয়েছেন তার কথিত পালিত কন্যা হানিপ্রীত ইনসানের সাথে। কারা কর্তৃপক্ষের কাছে ১০ জনের সঙ্গে সাক্ষাতের যে নাম তিনি দিয়েছেন সেই তালিকাতেই এ ঘটনা দেখা গেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। রাম রহিম জানিয়েছেন, তালিকার ওই দশ জনের সঙ্গেই দেখা করতে চান তিনি। তার প্রথমেই রয়েছে হানিপ্রীত ইনসানের নাম। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় নেই রাম রহিমের স্ত্রী হরজিৎ কৌরের নাম।

তালিকায় রয়েছেন গুরমিতের মা নসিব কৌর, ছেলে জসমিত ইনসান, নাতনি হুসানপ্রীত ইনসান, মেয়ে অমরপ্রীত ইনসান এবং চরণপ্রীত ইনসান, নাতি শান-ই-মিত এবং রুহ-ই-মিত, ডেরার চেয়ারপার্সন বিপাসনা এবং দান সিংহের নাম। আনন্দবাজার পত্রিকা বলছে, প্রথম দিন জেলে যাওয়ার সময়ও হানিপ্রীতের সঙ্গেই রাত্রিবাস করতে চেয়েছিলেন রাম রহিম। তবে সেই সময় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বাবার ‘আবদার’ খারিজ করে দেওয়া হয়েছিল পুলিশ জানিয়েছে, ডেরার চেয়ারপার্সন বিপাসনা ছাড়া রাম রহিমের দেওয়া তালিকার বেশির ভাগই পলাতক। রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ডেরা ছেড়েছেন তার পরিবারের বেশির ভাগ সদস্যই। এরমধ্যেই হানিপ্রীতের নামে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাকে খুঁজতে রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি জানিয়েছেন, রাম রহিমের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখনও পর্যন্ত বাবার দেওয়া নামের তালিকা খতিয়ে দেখতে পারেনি কারা কর্তৃপক্ষ। দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় গত ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। পরে ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Share this content:

Back to top button