এ বি এন এ : রাজধানীর নিত্যপণ্যের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে সবজি ও ডিমের দাম। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ বাজার বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির ছাড়াও বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ডিমের দাম ৫ টাকা বেড়ে এখন ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, ঝিঙ্গা, করলা ও শসা এখন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি পটল ৪০ টাকা আর বেগুন, কাকরল ও গাজর বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এ ছাড়া নতুন সিমের দাম কেজিতে ২০ টাকা কমে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মালিবাগের কাঁচা ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৃষ্টিপাতের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ কমে গেছে। সে কারণে গত সাপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম বেড়েছে।