আন্তর্জাতিক
স্ত্রীকেই রানিং মেট ঘোষণা করলেন ওরতেগা

এ বি এন এ : নিজের স্ত্রীকেই রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল অর্তেগা। চলতি বছরের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন।
ফার্স্ট লেডী রোসারিও মুরিল্লিও বর্তমানে সরকারের প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি রাষ্ট্রপতির সমান ক্ষমতা ভোগ করেন বলেও মনে করা হয়ে থাকে। দেশের টেলিভিশনগুলোর সামনে খুবই কম আসেন প্রেসিডেন্ট অর্তেগা। তবে ফার্স্ট লেডি প্রতিদিন কোন না কোন চ্যানেলে হাজির থাকেন। সাত সন্তানের জননী মুরিল্লিও ইংরেজি এবং ফরাসি ভাষায় কথা বলতে পারেন। তিনি একজন কবি হিসাবেও পরিচিত।
সাবেক বামপন্থী গেরিলা নেতা অর্তেগা ১৯৭৯ সালে প্রথম দেশের ক্ষমতায় আসেন। ৯০ সালের নির্বাচনে তার দল ক্ষমতা হারালেও, ২০০৭ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০১৬ সালে আবারো তিনি নির্বাচন করতে যাচ্ছেন। এই নির্বাচনেই ফার্স্ট লেডি রোসারিও মুরিল্লিওকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দিলেন তিনি।
Share this content: