স্তন্যপান: বিপন্ন শিশুকে বাঁচালেন পুলিশ কর্মকর্তা!

এবিএনএ: বিপন্ন শিশুকে স্তন্যপান করিয়ে প্রাণ রক্ষা করলেন এক নারী পুলিশ কর্মকর্তা। সম্প্রতি আর্জেন্টিনায় এই মানবিক ঘটনাটি ঘটেছে। স্তন্যপান করানোর সেই দৃশ্য অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ইন্টারনেট দুনিয়ায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। জানা গেছে, ওই নারী পুলিশ কর্মকর্তার নাম সেলেস্টা আয়ালা। ঘটনার দিন বুয়েনস আইরেসের একটি শিশু হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। হঠাৎ ওই শিশুটির কান্নার আওয়াজ পান। তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুরোধ করেন শিশুটিকে সামলানোর জন্য। কিন্তু হাসপাতালের কর্মীরা এতটাই ব্যস্ত ছিলেন যে, তারা সেই শিশুটিকে সেখানেই ফেলে রেখে দেন। এরপর শিশুটিকে কোলে নিয়ে নিজেই স্তন্য পান করান সেলেস্টা। বিপন্ন শিশুটির তখনই কান্না থেমে যায় এবং প্রাণে বাঁচে।সেলেস্টার এমন পদক্ষেপ ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেন তার সহকর্মী মারকোস হেরেদিয়া। মার্কোস তার ফেসবুক পোস্টে লিখেন, শিশুটিকে ‘নোংরা’ বলে ধরতেও চায়নি হাসপাতাল কর্মীরা । ওই ছবি ফেসবুকে পোস্ট হতেই দেড় লাখ লাইক পড়েছে। এ ছাড়া শেয়ার ও ইতিবাচক কমেন্ট তো আছেই।
Share this content: