লাইফ স্টাইললিড নিউজ

বিশ্বের সবচেয়ে সুন্দরী পর্ন তারকা তিনি

এবিএনএ: বিশ্ব সেরা সুন্দরীদের মাঝে এবার জায়গা করে নিলেন ২৮ বছর বয়সী এক নারী পর্ন স্টার।  প্রজন্মের সবচেয়ে সুন্দরী পর্নস্টারের খেতাব জিতেছেন ভ্যালেন্তিনা নাপ্পিকে।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন ভ্যালেন্তিনার আধিপত্য।  ইনস্টাগ্রামে তার অনুরাগীদের সংখ্যা ৩০ লাখের বেশি।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের এডাল্ট ভিডিও নিউজ (এভিএন) এর খেতাবও পেয়েছেন তিনি।  এই মুহূর্তে পর্ন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় তারকাও তাকে বলা হয়। ২৮ বছরের ভ্যালেন্তিনা ইতালির বাসিন্দা। ১৯৯০ ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাম্পানিয়া প্রদেশে জন্ম গ্রহণ করেন তিনি।  আর্ট স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিল্প ও গবেষণা নকশা বিষয়ে অধ্যয়ন করছেন এই পর্ন তারকা।

২০১১ সালে প্রথম অ্যাডাল্ট ছবিতেই ঝড় তুলেছিলেন তিনি।  নেট দুনিয়ায় লক্ষাধিক বার দেখা হয়েছিল ভিডিওটি।  এই কারণেই দ্রুত টপ পর্নস্টারদের তালিকায় জায়গা করে নেন এই তরুণী। পর্ন দুনিয়ায় তিনি একজন ‘বুদ্ধিদীপ্ত’ হিসেবে খ্যাত।

Share this content:

Back to top button