
এবিএনএ : ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনের মধ্যে তাদের (আ.লীগ) স্থান নেই। নির্বাচন হলেই তারা অস্তিত্ব হারিয়ে ফেলবে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের নির্বাচন-পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ। পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে।
Share this content: