বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদা জিয়ার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে: সেলিমা ইসলাম

এবিএনএ: কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে গিয়ে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, তার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে, চিকিৎসা হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার। জামিন পেলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া হবে বলেও জানান তিনি। বুধবার বেলা সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সেলিমা ইসলাম। এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তার শরীর ভালো না, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে প্রায় অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছেন না তিনি। তাই তার উন্নত চিকিৎসা দরকার। পরে এদিন বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সেলিমা ইসলাম।

Share this content:

Back to top button