এবিএনএ : সন্ত্রাস, মৌলবাদ ও গোঁড়ামি থেকে পৃথিবীকে মুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৪দিন ব্যাপী ‘আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
সম্মেলনের মহাসচিব আশাবুল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের সাবেক কর্মকর্তা কাজী আলী রেজা।
উপাচার্য বলেন, পৃথিবীকে আরও সুন্দর করতে সর্বত্র শান্তির সংস্কৃতি আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তিতে জাতিসংঘ বৈশ্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সব মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে আমাদের সামষ্টিক প্রজ্ঞার প্রয়োগ ঘটাতে হবে। আজকের তরুণ প্রজন্মকে মানসম্মত ও গুণগত শিক্ষা গ্রহণ করে একবিংশ শতাব্দীর যোগ্য বিশ্ব নাগরিক হতে হবে।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, নেপাল, আফগানিস্তান, ফিলিপাইনস এবং ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ যুবক ও শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।