এ বি এন এ : জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের মেয়েদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (সোমবার) হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানে মোট চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক পুরস্কার নিয়ে এগিয়ে আসে কিশোরী ফুটবল দলের ২৩ খেলোয়াড়, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য।
জেমকন গ্রুপ ও সাইফ গ্লোবাল স্পোর্টস প্রত্যেক সদস্যকে ৫০ হাজার টাকা করে, ক্যাল্ডওয়েল প্রত্যেককে ২৫ হাজার করে টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। এছাড়া এসএস সলিউশনস দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য আগামী এক বছর মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন,‘আজ আমাদের গর্বের একটি দিন। কারণ আমাদের মেয়েদের হাতে তাদেরকে উৎসাহিত করার মতো কিছু তুলে দিতে পেরেছি। ওরা এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ওরাতো দেশের গর্ব। আমি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো ধন্যবাদ জানাই। মেয়েদেরকে বলছি তোমরা আবার তোমাদের পুরস্কৃত করার উপলক্ষ তৈরি করবে। আমি প্রত্যাশা করি তোমরা নিজেদের দায়িত্বের প্রতি আরও সচেতন হবে। আজ থেকে তোমাদের নতুন যাত্রা শুরু।’