খেলাধুলা

বিপিএলের উদ্বোধনী ম্যাচে আরামবাগ-শেখ জামালের ড্র

এ বি এন এ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেলোনা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বা আরামবাগ কেউই। রবিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
ম্যাচের শুরুতে এমেকা ডার্লিংটনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। গোছানো খেলা খেলেও গোল পাচ্ছিলো না আরামবাগ। প্রথমার্ধে দুই দলের কয়েকটি চেষ্টা ব্যর্থ হলে ১-০ তে এগিয়ে বিরতিতে যায় জামাল।
বিরতি থেকে ফিরে গোল করতে মরিয়া থাকে দুই দল। একটা সময় সুযোগ পেয়ে যায় আরামবাগ। এক গোল দিয়ে সমতায় ফিরে দলটি।
এরপর আর গোল হয়নি। তবে ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন দুই দলেরই বিদেশি রিক্রুট। মেজাজ হারিয়ে ফেলে ফাউলের কারণে রেড কার্ড দেখেন শেখ জামালের গোলদাতা এমেকা ডার্লিংটন। আর দ্বিতীয় হলুদ কার্ডের জন্য লাল কার্ড পান আরামবাগের ইসা ইউসুফ।

Share this content:

Back to top button