এ বি এন এ : অস্কারের পর এবার অ্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চেও দ্যুতি ছড়ালেন বলিউড এবং হলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
প্রায় দুই লাখ টাকা দামের পোশাকে রেড কার্পেটে রেড হট প্রিয়াঙ্কা চোপড়া। অ্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপনার পাশাপাশি ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে ফ্লার্টও করে গেলেন এ পিগি চপস।
অ্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ভারত থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে লাল পোশাকেই রেড কার্পেটে হাঁটলেন তিনি।
জেসন উ’র ওয়ান শোল্ডার শিফন গাউন পরেছিলেন তিনি। টম হিডলস্টনের সঙ্গে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। দু’জনের তালমিল দেখে বোঝা যাচ্ছিল, বেশ ভালোই রিহার্সাল করেছেন দু’জনে। মঞ্চে টম হাত ধরে নিয়ে আসেন প্রিয়াঙ্কাকে। লাল সব সময়েই ফ্যাশন-বাজার মাতায়। রেড কার্পেটের নিয়মিত রংও বটে। সঙ্গে নিচু করে বাঁধা পনিটেল আর রেড লিপ্স। অ্যাকসেসরি বলতে কানে হিরের দুল। এতেই অ্যামির ফ্যাশন-সরণি মাত করে দিয়েছেন তিনি!
প্রিয়াঙ্কা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউড মাতিয়ে এখন আধিপত্য গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হলিউডে। অনেকদিন ধরেই আমেরিকায় রয়েছেন প্রিয়াঙ্কা।
টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় পর্বের শুটিং করছেন আপাতত। তার আগে ‘বেওয়াচ’ ছবির শুটিং করেছেন। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। হলিউডে প্রিয়াঙ্কার কেরিয়ার ক্রমশই পোক্ত হচ্ছে।