এ বি এন এ : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারী ওবায়দুল খানকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবিতে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইলে স্কুলের সামনে এই মানববন্ধনে জড়ো হন তার স্বজন, সহপাঠী ও অন্যান্য সংগঠনের কর্মীরা।
এ সময় তারা ব্যানার ও প্লাকার্ড নিয়ে রিশার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে শ্লোগান দেন। তারা এই সময় সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও হুঁশিয়ারি দেন।