লোকসভা নির্বাচন : তারকাপূর্ণ মমতার প্রার্থী তালিকা

ভারতের লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার প্রার্থীদের তালিকা ঘোষণা করেন তিনি। সেই তালিকায় স্থান পেয়েছেন টলিউডের নামকরা তারকারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা তার এবারের লোকসভায় মোট ৪২টি আসনের মধ্যে ৪১ শতাংশই নারী রেখেছেন। সেই তালিকায় স্থান পেয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানসহ বেশ কয়েকজন বাঙালি সিনে তারকা।
এবিএনএ: প্রার্থীদের তালিকায় যারা স্থান পেলেন না তাদের মধ্যে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুগত তার বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাননি বলেই ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এদিকে সুগত বসুর পরিবর্তে তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার লড়বেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমান সংসদ সদস্য ইদ্রিস আলির বদলে অন্য জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে।
অভিনেতা দীপক অধিকারী বা দেব আবারও ঘাটাল নির্বাচনী এলাকা থেকেই পুনরায় নির্বাচনের টিকিট পেয়েছেন। হাওড়া থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত এবং প্রাক্তন ভারতীয় ফুটবলের অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় আবারো মনোনয়ন হয়েছেন।
বীরভূমের আসন ধরে রাখার জন্য অভিনেত্রী শতাব্দী রায় লড়াই করবেন। আর ২০১৪ সালে বাঁকুড়ার সিপিআইএমের বলিষ্ঠ নেতা বাসুদেব আচার্যকে অপ্রত্যাশিতভাবে হারিয়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন। তিনি এবার লড়বেন আসানসাল কেন্দ্র থেকে। এখানে তার বিরোধী বিজেপি প্রার্থী হলেন গায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে সাতটি দফাতেই ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই এবার তীব্র। কংগ্রেস ও বামপন্থীরা এই একসঙ্গেই লড়বেন ফের।
মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে বলেন, তার কাছে খবর রয়েছে, ভোটারদের ঘুষ দিতে ভিভিআইপিরা হেলিকপ্টার আর চার্টার্ড বিমান ব্যবহার করছে। রাফাল চুক্তি, কৃষি দুর্যোগ ও বেকারত্ব সহ বেশ কয়েকটি বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের নিন্দা করেছে।
তৃণমূল নেত্রী জানান, যাদের নাম তালিকা নেই তাদের দলীয় অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হবে। তৃণমূল কংগ্রেস উড়িষ্যা, আসাম, ঝাড়খন্ড, বিহার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে।
Share this content: