এবিএনএ : সকাল সাড়ে আটটা। মেরুল বাড্ডার প্রধান সড়কে হঠাৎ তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কটিতে একদিকে অফিসগামী লোকজনের যাতায়াত ও অন্যদিকে অসংখ্য পরিক্ষার্থীর যাতায়াত। যার ফলে সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু ইউসুফ জানান, সড়কে পানি জমে থাকার কারণে এক লেনে যানবাহন চলাচল করছিল। যার দরুন এই যানজটের সৃষ্টি। গত বছরের মত আজও সড়কে তাৎক্ষণিকভাবে পাম্প বসিয়ে পানি নিস্কাশন করা হয়। প্রায় ২ ঘন্টা পর পানি নিস্কাশন হয়ে গেলে তিন লেনে যানচলাচল শুরু হয়। ট্রাফিক উত্তর বিভাগ বিশেষভাবে তেজগাঁও শিল্পাঞ্চল জোন এভাবেই যানজট নিরসন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। উল্লেখ্য, ২০১৫ সালেও এই সড়কে পানি জমে থাকার কারণে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন পাম্প বসিয়ে পানি নিস্কাশন করে যানচলাচল স্বভাবিক করে। পানির পাম্পটি তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের নিজ উদ্যেগে কেনা। মেরুল বাড্ডা কাঁচাবাজার সড়কটিতে পানি জমে থাকার প্রধান কারণ প্রায় ২০ গজ পরিমাণ নিচু স্থান।