এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজ রবিবার বড় ধরণের বিক্ষোভ করবে মেক্সিকানরা। এটি হবে মেক্সিকানদের ট্রাম্পবিরোধী সবচেয়ে বড় মিছিল।
মেক্সিকোর রাজধানীসহ দেশটির প্রায় ২০টি নগরীতে মিছিল বের করার পরিকল্পনা করেছে আয়োজকেরা। স্থানীয় সময় দুপুর ১২টায় মিছিল শুরু হবে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী সংগঠন এবং নাগরিক সংগঠন বিক্ষোভকে সমর্থন দিচ্ছে। ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে কয়েক দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে শীতল সম্পর্ক চলছে।