বিনোদন

‘ডংরি কা রাজা’ দিয়ে সানির বাজিমাত (ভিডিও)

এবিএনএ : ‘খলনায়ক’ ছবিতে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে  মাধুরী দীক্ষিতের নাচ সারা ভারতে উন্মাদনা সৃষ্টি করে। মাধুরীর পর এবার সানি লিওন বাজিমাত করলেন।  ‘ডংরি কা রাজা’র মাধ্যমে যেন সানি আরেকবার মাধুরী দীক্ষিতেরই পুনরাবৃত্তি করলেন। সানির এই নতুন আইটেম গানটির শিরোনাম ‘ব্লকবাস্টার চোলি’। এই গানে অংশ নেওয়ার জন্য সানি লিওনকে ৪০ লাখ রুপি দিয়েছেন নির্মাতারা। সেন্সর বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে এ গানের একটি দৃশ্যও কাটতে চাননি তারা। একটি সূত্র জানিয়েছে, সানি লিওনের ‘ব্লকবাস্টার চোলি’ নিজেদের ছবির লক্ষণীয় বিষয় উল্লেখ করে এতে কাঁচি না চালানোর জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়েছেন নির্মাতারা। তাদের কথা রেখেছে সেন্সর বোর্ড। ফলে কোনো কাটছাট ছাড়াই ‘এ’ সনদসহ ছাড়পত্র পেলো ‘ডংরি কা রাজা’।

‘ব্লকবাস্টার চোলি’ গানের ভিডিও:

 

 

 

Share this content:

Back to top button