এবিএনএ : চিত্রনায়িকা শবনম বুবলী কিছুটা দেমাগী, অহঙ্কারী! সে কারণেই তার অহঙ্কার ভেঙে চুরমার করে দেবেন সুপারস্টার শাকিব খান। তবে বাস্তবে নয়, সিনেমার গানে গানে, নাচের তালে।
বুবলী বলেন, ‘ভেঙে দিব মাইয়ারে তোর অহঙ্কার…’ এমন কথায় সাজানো গানেই শাকিব খান আমার অহঙ্কার ভাঙার নানা ছলচাতুরি করবেন। ভীষণ মজার একটি গানের শুটিং চলছে।’
সুপারহিট ‘বসগিরি’ ছবির এই নায়িকা বলেন, ‘গানটি পর্দায় দর্শকরা দেখে দারুণ মজা পাবেন। আমাদের দেশীয় কালচারে, দেশীয় ফ্লেভারেই গানটি নির্মাণ করা হচ্ছে।’ এসআই টুটুলের গাওয়া গানটিতে নাচের কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল।
শাকিব খান বলেন, “এটি ‘অহঙ্কার’ ছবির টাইটেল গান। খুবই মজা-মাস্তিতে এর চিত্রায়ন চলছে গাজীপুরের সফিপুরের আনসার ক্যাম্পে।’’ তিনি বলেন, ‘‘গেল দু’দিন পর আবারও আজ থেকে ছবির শুটিং করছি। মূলত গানের শুটিং হচ্ছে। বাকি গানগুলোর শুটিং ঢাকার বাইরে মনোরম লোকেশনে হবে।’’ এই গানটি নির্মিত হচ্ছে শাকিব-বুবলী অভিনীত ‘অহংকার’ ছবির জন্য। ছবিটি পরিচালনা করছেন শাহাদত হোসেন লিটন। নির্মাতা জানালেন, ছবির নির্মাণ কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। ‘অহংকার’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।