এবিএনএ : বাগেরহাটের ফকিরহাটে মোংলা-ঢাকা জাতীয় মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।