খেলাধুলা

বাংলাদেশে আসছেন না মরগ্যান, নেতৃত্বে বাটলার

এ বি এন এ : বাংলাদেশ সিরিজে আসছেন না নিয়মিত অধিনায়ক ইয়ান মরগ্যান। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবে জস বাটলার।মরগ্যান আগেই জানিয়েছিলেন যে তিনি আসতে চান না। তবুও সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে সময় দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে আগের সিদ্ধান্তেই অটল থাকছেন মরগ্যান।
শুক্রবার ও শনিবার বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত খেলোয়াড়দের নিয়ে লাফবরোর জাতীয় ক্রিকেট একাডেমিতে বৈঠকে বসেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারা মরগান জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ সফরের ব্যাপারে। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ শেষ। এখন বাংলাদেশের বিপক্ষে খেলতে আসার ক্যাম্প শুরু করবে ইংলিশরা। কিন্তু, জানা যাচ্ছে, বাংলাদেশ পর্যবেক্ষণ করে যাওয়া দলের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের উপর মরগান আস্থা রাখতে পারছেন না।
ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট দলপতি অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসতে চাইলেও এ সফরে নিরাপত্তা ঝুঁকি থাকার প্রসঙ্গে মরগান সিদ্ধান্তহীনতায় ভোগেন।
আগামী ৩০ সেপ্টেম্বরে বাংলাদেশে দুইটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা করার কথা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলে কারা থাকছেন, সে ব্যাপারে কিছুই জানায়নি ইসিবি।

Share this content:

Related Articles

Back to top button