আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ
‘বিজিএমই ভবন ভাঙলে গার্মেন্টস শিল্পের ক্ষতি হবে’

এ বি এন এ : প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন,বিজিএমইএ ভবন ভেঙে ফেললে আমাদের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পের ব্যাপক ক্ষতি হবে। দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্পের ওপর।
বৃহস্পতিবার আপিল বিভাগের আদেশের পর বিজিএমইএ কর্তৃপক্ষের পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনাকারী হিসেবে তিনি এসব কথা বলেন।
রফিকুল হক বলেন, বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আপিল বিভাগ সেই রায় বহাল রেখেছে। এখন ভবনটি ভেঙে ফেলতে হবে।
তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল হক বলেন, এতো বড় একটি ভবন করা কি সহজ ব্যাপার? এই গার্মেন্টস শিল্পেই কাজ করছে লক্ষ লক্ষ নারী শ্রমিক। গার্মেন্টস শিল্প না থাকলে তারা কোথায় কাজ করত?
Share this content: