আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে এক স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে ঢুকে এক রাজনীতিবিদকে হত্যা চেষ্টা করা হয়। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। গুলির ঘটনার পরপরই পুলিশ সেখানে হাজির হয়। পরে সেখান থেকে নিরাপদে সবাইকে অন্যত্র সরিয়ে নেয় পুলিশ।

অঙ্গরাজ্যের লুইভিল শহরের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে গুলি করে হত্যা চেষ্টাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, ওই হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ। ঘটনার পর এক টুইট বার্তায় গ্রিনবার্গ জানায়, তার দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাবেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে লুইভিলের স্থানীয় নগর পরিষদের প্রেসিডেন্ট ডেভিড জেমস বলেছেন, ক্রেইগ গ্রিনবার্গকে হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়।

Share this content:

Back to top button