জাতীয়বাংলাদেশলিড নিউজ

মাটি খুঁড়তে গিয়ে মিলল পয়সার ৫ বস্তা

এবিএনএ: সিরাজগঞ্জের কাজীপুরে মুদি দোকানের মাটি খুঁড়তে গিয়ে পাঁচ বস্তা পয়সা পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার হরিণাথপুর সকালবাজারে দোকানের মাটি খুঁড়তে গিয়ে এ পয়সা পাওয়া গেছে। পয়সাগুলোর মধ্যে রয়েছে ১, ২ ও ৫ টাকার কয়েন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কাজীপুর থানার ওসি একেএম লুৎফর রহমান।

সকালবাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দোকানির বাড়ি উপজেলার হরিণাথপুর সাহাপাড়ায়। মঙ্গলবার দোকানে খরিদদারের বসার মাচা ভেঙে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গেলেই পাওয়া যায় পয়সার খনি। একে একে বের হয় ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা পয়সা। পরে ওই মুদি দোকানি ভ্যানে করে পয়সাগুলো নিজ বাড়িতে নিয়ে যান।

দোকানি মৃদুল বলেন, দীর্ঘদিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পড়ে পড়ে এতগুলো জমে গেছে। কাজীপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Share this content:

Back to top button