,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা ইউনেস্কো মহাপরিচালকের

এবিএনএ : বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।

রোববার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ৠাডিসনে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একদশতম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইরিনা বোকোভা বলেন, উন্নয়নে সফলতার গল্প রয়েছে বাংলাদেশের। চরম দরিদ্রতা হ্রাস, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, স্কুলে যাওয়া, ঝরে পড়া হ্রাস, স্কুলে ছাত্রীদের অংশ নেওয়ায় সমতা, তথ্যপ্রযুক্তির প্রসারসহ বাংলাদেশের পজিটিভ পরিবর্তন রয়েছে।

বাংলাদেশকে উদীয়মান হিসেবে মন্তব্য করে ইউনেস্কোর মহাপরিচালক বলেন, এ উন্নয়নের কারণ বাংলাদেশ তার জনগণের জন্য বিনিয়োগ করছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেকটি ই-নাইন দেশের উন্নয়নের গল্প রয়েছে। মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন ইরিনা বোকোভা। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব সরকার ও সমাজের সমন্বিত কার্যক্রমের তাগিদ দেন তিনি। ই-নাইন প্রতিষ্ঠার পর এই ৯টি দেশ যে অবস্থানে ছিলো তার চেয়ে বর্তমানে অনেক এগিয়েছে বলে জানান ইরিনা বোকোভা। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ই-নাইন এর সদ্যবিদায়ী সভাপতি পাকিস্তানের শিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিঘ-উর-রহমান। সভাপতিত্ব করেন ই-নাইন নতুন সভাপতি ও বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited