
এবিএনএ: পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর পুলিশ সদর দফতরে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, সেবার মানোন্নয়ন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের নানা দিক নিয়ে আলোচনা হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এতে সভাপতিত্ব করেন। সভায় শ্রম, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে পুলিশের পক্ষ থেকে জনসেবা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপদেষ্টারাও সহযোগিতা ও নীতিগত দিকনির্দেশনা প্রদান করেন।
Share this content: