ওয়ারফেজ যাচ্ছে কানাডায়: চার দশকের রক ঐতিহ্য উদযাপনে আন্তর্জাতিক কনসার্ট ট্যুর শুরু
‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’-এর মাধ্যমে বিদেশে বসবাসরত শ্রোতাদের সঙ্গে গানের সেতুবন্ধন তৈরি করতে প্রস্তুত দেশের জনপ্রিয় রক ব্যান্ড


এবিএনএ: বাংলাদেশের রক সংগীত জগতের অন্যতম নাম ওয়ারফেজ এবার পা রাখতে যাচ্ছে উত্তর আমেরিকার মাটিতে। ব্যান্ডটির ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক কনসার্ট সিরিজ— ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।
এই সফরের সূচনা হবে আগামী ৬ সেপ্টেম্বর অন্টারিওর লন্ডন শহর থেকে, যা চলবে ৩ অক্টোবর উইনিপেগে শেষ কনসার্ট পর্যন্ত। মোট ১০টি শহরে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। প্রতিটি কনসার্টে প্রবাসী শ্রোতাদের মাঝে ফিরিয়ে আনা হবে সেই পুরোনো, চিরচেনা ওয়ারফেজের সুর।
ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন,
“আমরা চার দশক পার করলাম—এটা যেমন আনন্দের, তেমনি এক বিশাল চ্যালেঞ্জও ছিল। প্রবাসী শ্রোতাদের সামনে আমাদের গান নিয়ে যাওয়াটা এক ধরনের দায়িত্ববোধও বটে।”
টিপু আরও জানান, এই সফর শুধু একটি কনসার্ট সিরিজ নয়, বরং এটি প্রবাসে থাকা বাংলাদেশিদের সঙ্গে সুরের মাধ্যমে আত্মিক সংযোগ স্থাপন করার একটি প্রয়াস।
সফরের তারিখ ও শহরগুলো:
-
৬ সেপ্টেম্বর – লন্ডন, অন্টারিও
-
৭ সেপ্টেম্বর – ভ্যাঙ্কুভার
-
১২ সেপ্টেম্বর – এডমন্টন
-
১৪ সেপ্টেম্বর – হ্যালিফ্যাক্স
-
১৯ সেপ্টেম্বর – সেন্ট জনস
-
২০ সেপ্টেম্বর – রেজিনা
-
২১ সেপ্টেম্বর – সাসকাচুয়ান
-
২৬ সেপ্টেম্বর – টরন্টো
-
২৭ সেপ্টেম্বর – অটোয়া
-
৩ অক্টোবর – উইনিপেগ
এই কনসার্টের মূল আয়োজক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্ট, যারা বলছে—
“এটি কেবল গান নয়, এটি বাংলাদেশের চার দশকের রক ঐতিহ্যের আন্তর্জাতিক উৎসব।”
ওয়ারফেজ ১৯৮৪ সালের ৫ জুন ব্যান্ড সংগীতের ভুবনে যাত্রা শুরু করে। এরপর একে একে প্রকাশ করেছে ৮টি স্টুডিও অ্যালবামসহ বহু মিক্সড অ্যালবাম ও একক ট্র্যাক, যা আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয়।
আজ ওয়ারফেজ শুধুই একটি ব্যান্ড নয়, এটি সময়ের সাক্ষী, প্রজন্মের আবেগ, এবং সংস্কৃতির ধারক। কানাডার মঞ্চে এই সফর হবে সেই অনুভূতির আন্তর্জাতিক প্রকাশ।