বাংলাদেশরাজনীতিলিড নিউজ

“নেতা হতে আসি নাই, আমি সেবক আছি সেবকই থাকতে চাই” ড. প্রান গোপাল দত্ত

এবিএনএ : কুমিল্লা চান্দিনা আওয়ামীলীগ এর রাজনীতিতে পরিবর্তনের আভাস এখন জোরালো ভাবেই বইছে।
সংসদীয় আসন কুমিল্লা ৭ চান্দিনার সম্ভব্য নৌকার মাঝী হিসেবে ইতিমধ্যে যার নাম সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে । চান্দিনার মানুষের কাছে ডা. দাদা হিসেবে পরিচিত,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক
ডা. প্রাণ গোপাল দত্ত চান্দিনার রাজনীতি তে পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে বলেন  , ‘মানুষের ৪টি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষাকে সর্ব প্রথম অবস্থানে রাখা আমাদের একান্ত প্রয়োজন’।
২২ ডিসেম্বর শুক্রবার  সকাল ৮টা থেকে চান্দিনা উপজেলার বড়গবিন্দপুর এলাকায় বিশাল নেতাকর্মীদের বহর নিয়ে গনসংযোগ করেন ডা. প্রান গোপাল  দত্ত। এরপর সকাল সারে ৯টায়  চান্দিনা পৌর এলাকার মরহুম আব্দুল লতিফ খন্দকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের কোন মানুষ আর এখন না খেয়ে থাকে না। কোন মানুষ বস্ত্রহীন নেই। এখন প্রয়োজন শতভাগ শিক্ষিত জাতি গড়তে শিক্ষাকে প্রাধান্য দেওয়া এবং তার পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিত করা। উচ্চ শিক্ষা লাভে বা উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশ যেতে না হয়। আমাদের দেশেই হবে উচ্চতর শিক্ষা এবং উন্নত চিকিৎসা।
আমি নেতা হইতে আসি নাই,  আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে আপনাদের আপনজন হতে চাই। আমি অনুসরণ করি খলিফা হযরত ওমর (রাঃ)  কে, তার মত রাতে গিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজে খোজ নেব।  আমাকে খুজতে হবে না দেখা করতে শিডিউল লাগবে চান্দিনার একটি মানুষের ও।   আমার যদি সুযোগ হয় আমার পেছনে কোন ছেলেকে স্লোগান দিতে হবে না। মাদক মুক্ত যুবসমাজ এবং আদর্শ মানুষ হিসেবে যাতে ভবিষ্যৎ সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে লক্ষে আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। রাজনীতি আমার পেশা নয় ডা. হিসেবে রোগীদের জন্য করেছি এখন  নিজের এলাকা চান্দিনাবাসীর সেবা করতে চাই।”
এছাড়াও তিনি  এও বলেন
“মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি চান্দিনায় একটি সমবায় ভিত্তিক বিশ্বমানের মেডিকেল কলেজ হাসপাতাল করতে চাই। যে হাসপাতালের মালিক হবে চান্দিনার মানুষ সকলে আমার কোন মালিকানা থাকবে না সেখানে।  ফ্রি চিকিৎসা সেবা পাবে গোটা চান্দিনার মানুষ তথা গোটা বাংলাদেশের মানুষ সল্প খরচে ”
পৌরসভার মহারং এলাকায় বাগান বাড়িস্থ চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ ময়দানের ঐ অনুষ্ঠানে ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি এবং সনদ পত্র প্রদান করা হয়।
উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মমিন সরকার,  কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম,  চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, কুমিল্লা জর্জকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি এডভোকেট মো. শাহজালাল মিয়া শিপন,  চান্দিনা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল ওয়াহাব, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান। সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,   কুমিল্লা  উঃ জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মো. লিটন সরকর।
এসময়  আরো  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবু তাহের ভুঁইয়া, সহ প্রচার সম্পাদক মো. আবুল হাসেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফফার, মহিচাইল ইউপি সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন ভূইয়া, যুবলীগ নেতা জাকির হোসেন আজাদ, যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল।  সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, আওয়ামীলীগ নেতা আলী আজগর গাজী, জাহাঙ্গীর আলম সরকার, মাইজখার ইউনিয়ন যুবলীগ নেতা জালাল হোসেন, আবুল হাশেম শান্ত  উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো. মেহেদী হাসান, ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি প্রমুখ সহ সহস্রাধিক নেতাকর্মী। এ ছাড়াও সাধারন মানুষের উপস্থিত ছিলো চোখে পরার মত।

Share this content:

Related Articles

Back to top button