এ বি এন এ : নানামুখী বিতর্কিত মন্তব্যের পর এবার নতুন তীর ছুঁড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ‘নির্বাচনে কারচুপি হতে পারে।’
যুক্তরাষ্ট্রের ওহাই রাজ্যের কলম্বাসে এক জনসভায় ট্রাম্প দাবি করেন, ‘তিনি অনেক বার শুনেছেন, নির্বাচন স্বচ্ছ হবে না।’ তবে দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি।
ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন, ‘আমি শঙ্কিত, কারণ নির্বাচনে জালিয়াতি হতে যাচ্ছে। তবে আমাকে সৎ থাকতে হবে।’
পরে ফক্স নিউজকে ট্রাম্প আবার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি আশা করছি, বিষয়টি রিপাবলিকানরা নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছেন, না হলে এটি (নির্বাচন) আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে।’
৮ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবির।
এদিকে পেনসিলভানিয়ায় আরেক জনসভায় হিলারিকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। দলীয় প্রার্থী বাছাই পর্বে ডেমোক্রেটিক পার্টিতে হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হিলারিকে সমর্থন দেওয়ায় ট্রাম্প তার তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, ‘তিনি (স্যান্ডার্স) শয়তানের সঙ্গে চুক্তি করেছেন, হিলারি শয়তান।’
এর আগে গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান ইরাক যুদ্ধে নিহত তার ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন। ভাষণে তিনি মুসলমানবিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। এর দুদিন পরেই ওই বক্তব্যের জন্য খিজির খান ও তার স্ত্রী গাজালা খানের সমালোচনা করে বক্তব্য রাখেন ট্রাম্প। এর জের ধরে ইতিমধ্যে খোদ রিপাবলিকান দলের ভেতরেই জ্যেষ্ঠ নেতারা ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।