আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের অর্ধেকই দুই ডোজ টিকা নিয়েছেন

এবিএনএ : যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এই অর্জনকে দেশটির করোনা মোকাবিলায় বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, ‘আজ ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানের পুরোপুরি ভ্যাকসিন গ্রহণে পৌঁছাবে যুক্তরাষ্ট্র।’প্রায় ৩৩ কোটি জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি মানুষ (সকল বয়সী) অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে দ্বিধার কারণে সম্প্রতি ভ্যাকসিন কর্মসূচির গতি কিছুটা ধীর হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের মধ্যে ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক আমেরিকানদের অন্তত এক ডোজ ভ্যাকসিন দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে ৬২ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ছয় লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে জনগণকে টিকাদানে বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৩৮ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ১৮৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ২০৮ জন।

Share this content:

Back to top button