এ বি এন এ : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা স্থলে ছাত্রলীগ-জামায়াতের সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে।
বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইট দিয়ে প্যারেড মাঠে ঢুকে পড়ে জামায়াতের নেতাকর্মীরা। জানাজা শেষে মাঠের উত্তর দিক দিয়ে বেরিয়ে যায় তারা।
ঘটনাস্থলে থেকে দেখা যায়, মাঠে ঢোকার সময় ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জামায়াত কর্মীরা। তারপর ফাঁকা গুলি বর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
ফলে মুহূর্তের মধ্যেই প্যারেড মাঠের আশেপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। প্যারেড মাঠ এলাকায় আতঙ্ক বিরাজ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এর আগে বাদ জোহর প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাযা করার ঘোষণা দেয় জামায়াত। ঘোষণার প্রেক্ষিতে জানাজা ঠেকাতে প্যারেড মাঠের আশেপাশে অবস্থান নেয় ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার নেতাকর্মীরা।