আমেরিকালিড নিউজ

আইনত বাধা নেই, ক্যাফেতে বসেই খাওয়া যাবে গাঁজা

এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে দেওয়া হলো প্রথম গাঁজা ক্যাফে। লোয়েল ফার্মস: অ্যা ক্যানাবিজ ক্যাফে নামে লস অ্যাঞ্জেলেসের ওই ক্যাফেতে মিলবে পছন্দ মতো খাবার। চাইলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে গাঁজা।

ওই ক্যাফের তরফে জানানো হয়েছে, পাইপ অথবা হুঁকার সাহায্যে গাঁজা খাওয়া যাবে। ৫৯০০ স্কোয়ার ফিটের বিশাল ক্যাফে চত্বরে থাকবে স্মোকিং ও নন-স্মোকিং জোন।

Share this content:

Back to top button