এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই দুই মেয়র প্রার্থী পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
প্রথমে মনোনয়নপত্র জমা দেন আইভী। পরে জমা দেন সাখাওয়াত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজই (২৪ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।