আমেরিকা

হিলারির নির্বাচনী প্রচারণায় সাইবার হামলা

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইন্টারনেটে ডেমোক্র্যাটিক দল এবং হিলারি ক্লিনটনের প্রচারণা সাইবার হামলার শিকার হয়েছে। মার্কিন গণমাধ্যমে এ খবর দিয়েছে। এ হামলার জন্য রাশিয়ার দিকে ইঙ্গিত করা হচ্ছে। রাশিয়ার সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণ করছে। অনেকেই আশংকা করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করতে চাইছে। রাশিয়ার সরকারের পক্ষ থেকে অবশ্য এ্মন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সেইসাথে রাশিয়া বিরোধী বাগাড়ম্বরপূর্ণ এধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়া হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার অফিস জানায়, শুক্রবার বিশ্লেষণধর্মী একটি ডাটা প্রোগ্রাম হ্যাক করা হয়েছে। তবে তাদের অভ্যন্তরীন সিস্টেমে ঢুকতে পারেনি হ্যাকাররা। এর আগে গত সপ্তাহে দলের জাতীয় কনভেনশনের সন্ধ্যায় দলের জাতীয় কমিটির হ্যাক হওয়া ইমেইল ফাঁস হয়ে যায়। এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করতে রাশিয়াকে উৎসাহ যোগাচ্ছেন বলে অভিযোগ করে ডেমোক্র্যাটরা।

Share this content:

Back to top button