এ বি এন এ : বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব ড. শুভ্রামানিয়াম জয় শংকর।
দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে পর্যালোচনা করা হবে। তিস্তা চুক্তিসহ অমিমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানের ওপর জোর দেবে বাংলাদেশ। এছাড়া, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ইস্যুও বৈঠকে গুরুত্ব পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব কথা জানায়।
বুধবার ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব ড. শুভ্রামানিয়াম জয় শংকর।