জাতীয়বাংলাদেশলিড নিউজ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মীরজাদী ফ্লোরা

এবিএনএ : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পদোন্নতি পেয়েছেন। আইইডিসিআর পরিচালক থেকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) করা হয়েছে তাকে।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, অধ্যাপক ডা. সানিয়া তাহমিনার স্থলাভিষিক্ত হবেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আগামী ১৯ আগস্ট থেকে অবসরে যাবেন ডা. সানিয়া। মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের ফেলো। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসের পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান ডা. ফ্লোরা।

Share this content:

Back to top button