আন্তর্জাতিকলিড নিউজ

তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত

এবিএনএ: আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গ্যাস। এ সময় তারা মানবিক সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাজ্যের পররাষ্ট্র অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য প্রধানমন্ত্রী জনসনের উচ্চ প্রতিনিধি সাইমন গ্যাস। তিনি কাবুলে তালেবান নেতা আমির খান মুত্তাকি, মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফিসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল- মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্য কীভাবে আফগানিস্তানকে সহায়তা করতে পারে, দেশটিকে সন্ত্রাসবাদের ভূমি হওয়া থেকে রক্ষা করা এবং যারা আফগান মাটি ছাড়তে চায়, তাদের নিরাপদে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা। এছাড়া সংখ্যালঘুদের চিকিৎসা এবং নারী ও মেয়েদের অধিকার ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র অফিস।

Share this content:

Back to top button