আন্তর্জাতিক

ভারতে জ্যাকেট কারখানা আগুন, নিহত ১৩

এবিএনএ : ভারতের গাজিয়াবাদের সাহিবাবাদে একটি জ্যাকেট তৈরির কারখানায় আগুন লেগে ১৩ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে এনডিটিভি।
ওই কারখানায় শুক্রবার সকালে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
শুক্রবার ভোর ৪টা নাগাদ আগুন উত্তর প্রদেশের সাহিবাবাদের ওই কাপড়ের গুদামে। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। বড়সড় বিপদের আঁচ পেতেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তারা। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
অক্টোবরের প্রথমদিকে গাজিয়াবাদের ফারুকনগরে একটি বাজির কারখানায় আগুন লাগে। ফারুকনগরের ওই কারখানায় কেন আগুন লেগেছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Share this content:

Back to top button